৩৫ মণ জাটকা জব্দ করল কোস্টগার্ড

গতকাল সকালে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৫ মণ জাটকা জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার পাগলা লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে সোয়ারীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলকালীন পুরান ঢাকার সোয়ারীঘাট মাছের পাইকারি বাজার থেকে আনুমানিক ৩৫ মণ জাটকা জব্দ করা হয়। অভিযানে জাটকার প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মত্স্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *