আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ভোর ৪টায় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‍্যাব-১০ বগুড়া জেলার নন্দীগ্রামে অভিযান পরিচালনা করে মামলার ২ নম্বর আসামি মোস্তাফিজুর রহমান এবং রাজধানী উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে ভোর সাড়ে ৫টায় ৩ নম্বর আসামি মোহাম্মদ মোস্তফাকে গ্রেফতার করে।

গতকাল র‍্যাবের মিডিয়া সেন্টারে বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে জানা যায় অতিরিক্ত মুনাফা লাভের আশায় তারা গোডাউনে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও দাহ্য পদার্থ মজুদ করেছিলেন। এ-জাতীয় কেমিক্যাল মজুদের ব্যাপারে তাদের যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছিল না। তারা প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে এ ধরনের ব্যবসায় জড়িত।

মোস্তাফিজুর রহমান মঈন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী এবং মোহাম্মদ মোস্তফা মেসার্স আরএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠান দুটি হাজি মুসা ম্যানশনের নিচতলায় অবস্থিত। ঘটনার পর এ দুজন আত্মগোপনে চলে যান বলে জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *