২০ বছরে হাজারবার কুরআন খতমকারী ৮৫ বছর বয়সী বৃদ্ধের ইন্তেকাল

বিশ বছরে এক হাজারবার পবিত্র কুরআন শরিফ খতমকারী ৮৫ বছর বয়সী তুর্ক বংশোদ্ভূত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম আলী তাশানকীর। তিনি প্রায় এক মাস আগে অন্ত্রে ব্যাধিজনিত কারণে অস্ত্রোপচার করেছিলেন। তুরস্কের সাকারিয়া রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয়ে গতকাল তিনি ইন্তেকাল করেন।

তার ছেলে মতিন বলেন, বাবার মৃত্যুর পর তিনি যে ২০ বছরে এক হাজারবার কুরআন খতম করেছেন, ওই আশ্চর্যজনক ঘটনাটি অবগত হয়েছেন।

মতিন বলেন, আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন
[১] দুই দিনের পথ দুই ঘণ্টায় যেতে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় ভারত ≣ ত্রাণের চাল আত্মসাৎ : পদ ফিরে পেলেন না সেই চেয়ারম্যান ≣ [১] আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট দলের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনায়ন গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করলেন কমলা হ্যারিস

মতিন আরো জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি। ওই বৃদ্ধ নিজের কবরের নামফলক নিজেই বানিয়ে রেখে গেছেন বলেও জানান মতিন। তার বানানো নাম ফলকই তার কবরে লাগানো হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *