স্বর্ণের দামে ঊর্ধ্বগতি থামছেই না

নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীতে পণ্যবাজারের অবস্থা যখন টালমাটাল, তখন একমাত্র ব্যতিক্রম স্বর্ণ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বিদ্যমান ঊর্ধ্বগতি যেন কিছুতেই থামছে না। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে মূল্যবান ধাতুটির দাম। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে স্বর্ণের দাম আরো বেড়ে ১ হাজার ৭৩৭ ডলার ছাড়িয়ে গেছে। খবর সিএনবিসি ও রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয়েছে ১ হাজার ৭৩৭ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। দিন শেষে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৩০ ডলার ৫ সেন্টে।

এ বিষয়ে মেলবোর্নভিত্তিক অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকের পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক ড্যানিয়েল হায়েনস বলেন, করোনা মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ঘনীভূত হচ্ছে অর্থনৈতিক মন্দা। আর এ পরিস্থিতি স্বর্ণের বাজার চাঙ্গা করে তুলেছে। অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ বিবেচনা করে বেশি বেশি স্বর্ণ কিনছেন।

তবে মূল্যবান ধাতুটির সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কিছু নীতি। ড্যানিয়েল হায়েনস বলেন, অর্থনীতির চাকা চাঙ্গা রাখতে করপোরেট বন্ড বাজারে ছাড়া, সুদহার নির্ধারণসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে ফেড। এসব উদ্যোগ স্বর্ণের বাজার পরিস্থিতি চাঙ্গা করে তুলেছে।

মহামারীর মধ্যেও অর্থনীতির চাঙ্গা ভাব ধরে রাখতে সব মিলিয়ে ১ লাখ কোটি ডলার প্রণোদনা প্যাকেজ দেয়ার পরিকল্পনা রয়েছে জাপানের। এ সম্ভাবনা বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি আকর্ষণ বাড়িয়েছে।

এদিকে সর্বশেষ ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ১৭ ডলার ৩৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কম। ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয়েছে ৮২০ ডলার ৬৮ সেন্টে। মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। আর এদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪৭ ডলার ৩৭ সেন্টে বেচাকেনা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *