বাজেটে ভ্যাট অব্যাহতি চান মোটরসাইকেল উৎপাদকরা

চলতি অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে মোটরসাইকেল ও মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ উৎপাদনে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি পেয়ে আসছিলেন উৎপাদকরা। কিন্তু আগামী অর্থবছরের জন্য (২০২০-২১) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে স্থানীয় উৎপাদকদের জন্য এই সুবিধা আর বলবৎ রাখা হয়নি। করোনাকালীন অর্থনৈতিক মন্দার সময় অর্থমন্ত্রীর এ প্রস্তাবকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএমইএবি)। তারা খাতটিতে ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বরাবর এ-সম্পর্কিত একটি আবেদন করেছে এমএমইএবি। সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান খান স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, মোটরসাইকেল ও মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ উৎপাদনে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আগামী অর্থবছরেও বলবৎ থাকবে বলে আমরা আশ্বস্ত ছিলাম। কিন্তু প্রস্তাবিত বাজেটে ফ্রিজ, এসি, কমপ্রেসর, লিফটসহ সেলফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেয়া হলেও জাতীয় শিল্পনীতি উচ্চ অগ্রাধিকারে থাকা খাত হিসেবে মোটরসাইকেল শিল্পে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়নি। খাতটিকে টিকিয়ে রাখা, দেশী-বিদেশী বিনিয়োগের সুরক্ষা ও আমদানি ব্যয় হ্রাস করার স্বার্থে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে ওই আবেদনে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *