সুন্দরগঞ্জে স্ত্রীকে মারপিট মামলা দায়ের তদন্ত শুরু

ক্বারী মোঃ আবু জায়েদ খান, সন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি ঃ
সুন্দরগঞ্জে স্ত্রীকে মারপিট মামলা দায়ের তদন্ত শুরু
দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বৈদ্যনাথ গ্রামের ওয়াহেদ আলীর কন্যা রহিমা বেগম এর সঙ্গে সুন্দরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের শফিকুল ইসলামের ছেলে রওশন মিয়া সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে গত ০৭/০৩/২০১৬ ইং তারিখে ৩০০০০০ তিন লক্ষ টাকা দেন মোহর আনা ধার্য করিয়া রেজিস্টারকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । যাহার নিকাহনামা [ বিধি ২৭(১) (ক) দ্রষ্টব্য, বিবাহের পর ঘর-সংসার চলা কালিন ৫০০০০০০ যৌতুকের দাবীতে স্ত্রীকে চাপ দিতে থাকে । এর একপর্যায় গত ০৬/০৭/২০০০ইং বিকাল আনুমানিক ৩ ঘটিকায় শশুড় শাশুড়ী স্বামী রহিমা বেগমকে মারধর করলে অসুস্থ হলো তাকে । ১৭/০৩/২০২০ইং এ সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয় এক পর্যায়ে সুন্দরগঞ্জ থানায় রহিমা বেগম নিজেই বাদী স্বামী শশুর শাশুড়ী সহ তিন জনের বিরুদ্ধে ১৭/০৩/২০২০ ইং তারিখে ২৩৫/২০২০ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৫০৬/১১৪ দ: বি: জি আর মামলা করেন। বর্তমান মামলাটি তদান্তধীন রয়েছে । অপরদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ গাইবান্ধা আইন ২০০০ ( সংশোধিত ২০০৩) এর ১১ (খ) (গ) /৩০ধারা পিটিশন কেস নং- ৩১/২০২০ মামলার তদন্ত প্রসঙ্গে । স্বারক নং Ñ ৪১.০১.৩২৯১.০০০০.০৪.০১৩.২০-২১৮(২) ২৩/০৮/২০২০ ইং তারিখে গৌতম কুমার বিশ^াস সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিচারক জেলা দায়রা জজ গাইবান্ধা এর আদেশে গত ২৬/০৮/২০২০ ইং তারিখে গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থতিতে অভিযোগকারী / আসামীগন ও স্বাক্ষীগনের উপস্থতিতে তদন্ত কার্য পরিচালনা করেন ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *