সিরীয় বাহিনী ও আইএসের সংঘর্ষে নিহত ৯০

সিরিয়ার মরুভূমিতে সরকারপন্থী বাহিনী ও ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলতি মাসে অন্তত ৯০ যোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর এএফপি।

সংস্থাটি জানায়, বিশাল মরুভূমি অঞ্চলের দুটি পৃথক এলাকায় মূলত এ সংঘাত ছড়িয়ে পড়ে। এতে সিরিয়ার সরকারপন্থী বাহিনীর ৪১ সদস্যের মৃত্যু হয়েছে। অন্যদিকে আইএস জিহাদি নিহত হয়েছে ৪৯ জন। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেন, গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০ জন সরকারপন্থী ও ১৩ জন আইএস জিহাদি নিহত হয়েছে। তার মতে, এ সংঘাতের মধ্য দিয়ে আইএস প্রমাণ করতে চাইছে যে তারা এখনো বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

গত বছরের মার্চে আইএস তার স্বঘোষিত খেলাফতের সর্বশেষ অংশেরও নিয়ন্ত্রণ হারায়। এরপর থেকে আইএসের ভ্রাম্যমাণ ইউনিটগুলো সিরিয়ার মরুভূমিতে সক্রিয় রয়েছে। আরবি ভাষায় এ অঞ্চলকে বলা হয় বাদিয়া। এর আগে গত মাসে সংঘর্ষে ১৩ জন সরকারপন্থী যোদ্ধা ও ১৫ জন আইএস জিহাদির মৃত্যু হয়েছিল। তারও আগে জুলাইয়ের প্রথমদিকে দুই দিনে নিহত হয় সরকারপন্থী ২০ যোদ্ধা ও ৩১ জিহাদি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *