সাকিব এখন বাংলাদেশে

অনেকটা নিভৃতেই ১৬৪ দিন পর দেশে ফিরেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাত পৌনে তিনটায় ঢাকায় পা রাখেন তিনি। গত ২০শে মার্চ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। সেখানে থাকাকালীন সময়ে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন।
প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে অবশ্য কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না সাকিবকে। দু’একদিনের মধ্যে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে শনিবার অথবা রোববার বিকেএসপিতে অনুশীলন শুরুর কথা রয়েছে তার। অবশ্য করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশগামী বিমানে উঠতে হয়েছে সাকিবকে।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছরের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৯শে অক্টোবর। দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে বিকেএসপিতে নিজ উদ্যোগে অনুশীলন করবেন সাকিব।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, আসন্ন শ্রীলঙ্কা সফরেই সাকিবকে খেলানোর পরিকল্পনা রয়েছে। ৩১শে অক্টোবর শুরু স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবকে খেলানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। নিষেধাজ্ঞা শেষের দুই সপ্তাহ আগে সাকিবকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *