যে কারনে ‘পতিতা নারী’ বলা হয়েছিল মল্লিকাকে

বলিউড অভিনেত্রী হয়েও তাকে শুনতে হয়েছিল ‘পতিতা নারী’, জানালেন স্বয়ং মল্লিকা শেরাওয়াত। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিকা জানিয়েছেন যে ২০০৩ সালে ‘খোয়াইশ’ ছবিতে অভিনয় করে প্রথম আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি। সৌজন্যে ছবিতে অসংখ্য চুম্বন দৃশ্যের পাশাপাশি একাধিক ঘনিষ্ঠ দৃশ্য। সেই সময়ের বলিউডে যা রীতিমতো কল্পনা। এর পরের বছরেই মুক্তি পায় ‘মার্ডার’, অনুরাগ বসু পরিচালিত সেই রোমান্টিক থ্রিলারে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে ‘মার্ডার’ ছবিতে মল্লিকা অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য বিস্তর সমালোচনার মুখেও যেমন পড়তে হয়েছিল, তেমন শুরু হয়েছিল বিতর্কও। সমালোচনা কারণ একবিংশ শতাব্দীর শুরুর ওই সময়ে বলিউডপ্রেমী দর্শকদের একাংশ অতটাও সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্য হিন্দি ছবিতে দেখতে অভস্ত্য ছিল না। অথচ সাবলীলভাবে পর্দায় সেইসব দৃশ্যই হাজির করেছিলেন পরিচালক অনুরাগ বসু ‘মার্ডার’ ছবির মাধ্যমে।
আর তাই মল্লিকা শেরাওয়াতকে ‘পতিতা নারী’ তকমাও দেওয়া হয়েছিল, দাবি খোদ এই অভিনেত্রীর। তবে বলিউড অভিনেত্রীর সাহসী অভিনয় মনে ধরে যায় দর্শকের। মল্লিকার কথায়, তাকে নৈতিকতার দোহাই দিয়ে মানসিক ভাবে হত্যা করা হয়েছিল তখন। চারপাশে নীতি পুলিশরা সোচ্চার হয়েছিল। অথচ এখন সেই ধরণের দৃশ্য বলিউডের ছবিতে খুবই স্বাভাবিক।
সম্প্রতি ওটিটি-তে পা রেখেছেন মল্লিকা। সৌজন্যে অভিনেতা-পরিচালক রজত কাপুরের সাম্প্রতিকতম ছবি। তবে শুধুমাত্র কানাডা ও আমেরিকায় মুক্তি পেয়েছে সেই ছবি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *