যেকোনো এক ফরমেট থেকে অবসর নেবেন তামিম

দীর্ঘ ১৪ বছর ধরে লাল-সবুজ জার্সিতে খেলছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করতে যেকোনো এক ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানাতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তামিম। দেশে ফিরে এক সাক্ষাৎকারে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন তিনি। তামিম বলেন, ‘যদি আরো চার-পাঁচ বছর খেলতে চাই, আমার মনে হয় না তিন ফরম্যাটেই খেলতে পারবো। এটা অসম্ভব। গুরুত্ব অনুযায়ী যেকোনো দুটি ফরম্যাটকে বেছে নিতে হবে আমাকে। এমনকি শুধু একটি ফরম্যাটেও খেলতে পারি।
যদি মনে হয় একটি ফরম্যাটকে বিদায় জানানোটা দল এবং আমার উভয়ের জন্যই মঙ্গলজনক, তবে আমি তাই করবো। কঠিন সিদ্ধান্ত নিতেও আমি পিছপা হবো না।’
তামিম জানান, ক্রিকেটারদের মধ্যে সাধারণত প্রথমে একটি ফরম্যাট থেকে অবসরের প্রবণতা থাকে। নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটকে শেষের জন্য রেখে দেন, যাতে সেই ফরম্যাটে ক্যারিয়ার লম্বা করতে পারেন। তামিমের পছন্দের তালিকায় ঠাঁই পেলো ওয়ানডে। জানালেন, একদিনের ক্রিকেট শেষ পর্যন্ত খেলে যেতে চান, যদিও আগে বলেছিলেন তার কাছে টেস্ট সবার আগে। তামিম বলেন, ‘খুব কম ক্রিকেটারই আছেন, যারা একসঙ্গে তিন ফরম্যাটকে বিদায় জানান। যদি মনে হয় যে, আমি ওয়ানডে ক্রিকেটে দলকে ভালো কিছু দিতে পারছি তবে শেষ পর্যন্ত সেটি চালিয়ে যাবো। এমনকি এটা টি-টোয়েন্টিও হতে পারে।’ কোনো নির্দিষ্ট ফরম্যাটের খেলা ছেড়ে দিলে ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়। সমর্থকরা যাতে বিষয়টি স্বাভাবিকভাবে নিতে অভ্যস্ত হয় সে ব্যাপারে অনুরোধ করেন তামিম। তিনি বলেন, ‘এ বিষয়গুলো বাজেভাবে দেখার কোনো কারণ নেই। আমরা এমন সমালোচনা শুনতে মানসিকভাবে প্রস্তুত থাকি না। বিষয়টিকে যৌক্তিকভাবে নেয়া উচিত।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *