সাইক্লিংয়ে সেনাবাহিনীর দুই স্বর্ণ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাইক্লিংয়ের প্রথম দিনের সেরা বাংলাদেশ সেনাবাহিনী। তিন ইভেন্টের মধ্যে দু’টিতে স্বর্ণপদক জিতে নিয়েছেন সেনাবাহিনীর সাইক্লিস্টরা। গতকাল হাতিরঝিলে অনুষ্ঠিত দিনের প্রথম ইভেন্ট পুরুষদের ৬০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে এক ঘণ্টা ৩২ মিনিট ০৫ সেকেন্ডে স্বর্ণপদক জেতেন সেনাবাহিনীর মিজানুর রহমান, আলমগীর হোসেন, শরিফুল মোল্লা ও হেলাল উদ্দিন। এক ঘণ্টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ডে বাংলাদেশ জেলের নিয়ামুল ইসলাম, খন্দকার মাহাবুব, তাম্মাত বিন খায়ের ও আবদুল্লাহ আল পারভেজ রুপা এবং এক ঘণ্টা ৩৫ মিনিট ১০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন চট্টগ্রাম জেলার দবির আলম, পাভেল আজাদ, আলাউদ্দিন ও রাফাত মজুমদার। নারীদের ৬০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে ৫৩ মিনিট ২৫.২১ সেকেন্ডে সেনাবাহিনীর শিল্পি খাতুন, কবিতা রায়, সুবর্ণা বর্মা ও সমাপ্তী বিশ্বাস স্বর্ণ, ৫৪ মিনিট ৪১.১২ সেকেন্ডে বাংলাদেশ আনসারের (শরিফা আক্তার তানিয়া, রুমি খাতুন, নাবিলা ইসলাম মালা ও তিথী বিশ্বাস রুপা ও এক ঘণ্টা ০২.৮৩ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার স্নিগ্ধা আক্তার, আজিজা সুলতানা, নাসিমা আক্তার ও আঞ্জুমান। এদিকে পুরুষদের ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজ্যুয়াল টাইম ট্রায়ালে চট্টগ্রাম বিভাগের রাকিবুল ৪৫ মিনিট ৫৯.০৯ সেকেন্ডে স্বর্ণ, দিনাজপুরের আদনান রহমান ৪৬ মিনিট ০২.২৫ সেকেন্ডে রুপা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিপন কুমার বিশ্বাস ৪৬ মিনিট ৫৯.৭৪ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *