ভয় না দেখিয়ে ‘মেছো তোতা গেছো ভূত’

‘ভূত’ শব্দটি শুনলেই শিশুরা ভয় পায়। সাধারণত শিশুদের ভয় দেখাতে বা দ্রুত ঘুম পাড়ানোর জন্য ভূতের গল্প বলে থাকে বড়রা। তবে ‘মেছো তোতা গেছো ভূত’ ভয় দেখায় না। বরং সুন্দর গল্পের মাধ্যমে খাবারের পুষ্টিগুণ, সুস্বাস্থ্য ও ছেলেমেয়ের সমান অধিকারের বিষয়ে শিক্ষা দিচ্ছে।

মেছো তোতা গেছো ভূত আসলে কোনো ভূত নয়। এটি দুরন্ত টিভিতে প্রচারিত একটি ধারাবাহিক নাটক। প্রতি শুক্র ও শনিবার বেলা আড়াইটা এবং রাত সাড়ে ৯টায় প্রদর্শিত হয়। দুরন্ত টিভি ও ওয়ার্ল্ডফিশের যৌথ প্রযোজনায় ২৬ পর্বের এ ধারাবাহিক নাটক তৈরি হয়েছে।

নাটকের গল্পে দেখা যায়, ১০ বছরের শিশু তোতা তার মা, বাবা ও দাদির সঙ্গে থাকে। সারা দিন ময়নার সঙ্গে এবং দুই পুতুল বন্ধু ইতু ও মিতুর সঙ্গে খেলে দিন কাটে তোতার। আর দাদির কাছে রূপকথার গল্প শোনা তাদের খুব প্রিয়। পুতুল দুটি সারা দিন গাছে থাকে বলে দাদি ওদের নাম দিয়েছেন ‘গেছো ভূত’। আর তোতা মাছ খেতে খুব পছন্দ করে বলে তার নাম ‘মেছো তোতা’। তবে ময়না মাছ একদমই পছন্দ করে না। তাদের খুনসুটি, খেলাধুলা, গল্প শোনা নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনী। তবে নাটকে গল্পের ছলে সমাজের নানা শিক্ষণীয় বিষয়ও তুলে ধরা হয়েছে।

মনিরুল ইসলাম রুবেলের গল্প ও চিত্রনাট্য নিয়ে নাটকটি পরিচালনা করেছেন সৈমো নজরুল। নাটকটির শিশুশিল্পী চরিত্রে অভিনয় করছেন ইশরাক তুর্য ও ওয়ানিয়া জারিন আনভিতা। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, ফারজানা ছবি, তুষার খান, ওয়াহিদা মল্লিক জলি, শতাব্দী ওয়াদুদ, দিপা খন্দকার ও প্রিয়াম অর্চি। পাপেটিয়াররা হলেন খালেদ হাসান রুমি, সায়মা করিম, মেহেরুন্নেসা ছোটো, ফয়সাল মাহমুদ, জর্জ দীপ্ত, মৃধা আওমি ও ফায়কুজ্জামান শিহাব।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *