ভুলোস্টাইনের সঙ্গে বিজ্ঞান শেখা

ভুলোমনা বিজ্ঞানী ভুলোস্টাইন, যার সময় কাটে বিজ্ঞানকে ঘিরে। সঙ্গে রয়েছে সহযোগী পিকু। আরো রয়েছে তার কয়েকজন খুদে বিজ্ঞানী বন্ধু। এদের মধ্যে দুই বন্ধু মজার মজার বিজ্ঞানের খেলা দেখায় প্রতিদিন। অবাক করে দেয় পিকু ও ভুলোস্টাইনকে। শিশুরা প্রকৃতিগতভাবে বিজ্ঞানে আগ্রহী। সবকিছুতেই তাদের কৌতূহল। অজানাকে জানার এ আগ্রহগুলো যুক্তি দিয়ে মেটানো সম্ভব বিজ্ঞানের ছোট ছোট মজার পরীক্ষার মাধ্যমে। দুরন্ত টেলিভিশনের ‘ভুলোস্টাইন’ অনুষ্ঠানটিতে এমনই মজার মজার পরীক্ষার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞানের খুঁটিনাটি নানা বিষয়। ছোটদের কাছে বিজ্ঞানকে আরো সহজ করে তুলে ধরা এবং তাদের বিজ্ঞানের প্রতি আরো আগ্রহী করে তোলার চেষ্টা করা হয় ভুলোস্টাইনে।

‘ভুলোস্টাইন’ চরিত্রটির পাপেট পরিচালনায় আছেন শুভঙ্কর দাশ শুভ। সহযোগী পিকুর চরিত্রে অভিনয় করেছেন রামিজ রাজু। খুদে বিজ্ঞানী হিসেবে রয়েছে ফারজানা আক্তার মীম, উনাইসাতিজান খান, তোকিইয়াসার আয়মান, শুক্লিমা শ্রদ্ধা, তাসলিম কাদের মুন, ত্রিদিব সরকার, ত্রিয়াশা সরকার, নীল স্রোতস্বিনী, মালিহা ইউসূফ, সৌবন্তিক সমৃদ্ধ, মাইমুনা ইসলাম মেধাসহ আরো অনেকে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী।

শিশুদের জন্য নির্মিত বিজ্ঞানবিষয়ক এ অনুষ্ঠান দুরন্ততে রবি থেকে বৃহস্পতি বেলা ২টা ২০ ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *