ভিডিও গেম চ্যাট মাধ্যম ডিসকর্ড অধিগ্রহণের পথে মাইক্রোসফট

গেমিং জগতে যোগাযোগের অন্যতম মাধ্যম ডিসকর্ড অধিগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্র বলছে, ১ হাজার কোটি ডলারে ডিসকর্ড কিনতে চাচ্ছে বিল গেটস প্রতিষ্ঠিত অনলাইন জায়ান্টটি। খবর ব্লুমবার্গ।

নিজেদের স্বত্ব বিক্রি করতে ডিসকর্ড এরই মধ্যে সম্ভাব্য কিছু ক্রেতার সঙ্গে কথা বলেছে। সেদিক থেকে অনেকটাই এগিয়ে আছে মাইক্রোসফট। যেহেতু এ-সংক্রান্ত আলোচনা এখনো প্রকাশ্যে আসেনি, তাই সংশ্লিষ্ট কেউই এখন পর্যন্ত এ ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য দিতে পারেননি।

কেউ কেউ বলছেন স্বত্ব বিক্রি করার চেয়ে ডিসকর্ড প্রকাশ্যে আসতেই বেশি আগ্রহী। তবে এ ব্যাপারে মাইক্রোসফট কিংবা ডিসকর্ডের কেউই মুখ খুলতে রাজি হননি। সোমবার এক প্রতিবেদনে ভেনচারবিট জানায়, স্বত্ব বিক্রি করার ব্যাপারেই এগোচ্ছে ডিসকর্ড।

মূলত গেমারদের বিনা মূল্যে এবং সহজে ভিডিও, অডিও এবং বার্তা প্রদানের মাধ্যমে যোগাযোগে সাহায্য করত সানফ্রান্সিসকোভিত্তিক ডিসকর্ড। করোনা মহামারীর সময় মানুষ ঘরবন্দি অবস্থায় এ মাধ্যমের সাহায্যে গ্রুপ স্টাডি থেকে শুরু করে, নাচের ক্লাস ও বুক ক্লাবের অনলাইন সভায় অংশগ্রহণ করেছে। এ মাধ্যমে ১০ কোটিরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। প্রতিনিয়ত ব্যবহারের মাধ্যমে এর ব্যবহারকারীরা এটিকে সর্বজনীন যোগাযোগের একটি মাধ্যমে পরিণত করেছে। যেখানে আগে এর ব্যবহার গেমারদের মধ্যেই সীমিত ছিল।

এর আগে গত বছর মাইক্রোসফট সামাজিক মাধ্যম টিকটক কেনার ইচ্ছা পোষণ করেছিল। সেই সঙ্গে পিন্টারেস্ট ইনকরপোরেটেডের সঙ্গেও কথা বলেছিল। এ প্রতিষ্ঠানের নীতিনির্ধারক জানান, মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এমন কিছু মাধ্যমের খোঁজ করছিল, যেগুলো আমাদের সমৃদ্ধ ব্যবহারকারীদের কমিউনিটি সম্পর্কে জানাবে।

গেম পাসের অফারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশনের সুবিধা প্রদান করায় মাইক্রোসফটের এক্সবক্সের ব্যবসাও দিন দিন প্রসারিত হচ্ছে।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষক ম্যাথিউ কান্টারম্যান বলেন, মূলত সফটওয়্যার ও সার্ভিসের দিক থেকে নিজেদের গেমিং বিভাগকে আরো উন্নত করতেই ডিসকর্ড কেনার আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট।

তিনি আরো বলেন, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানো, ডিসকর্ডের প্রিমিয়াম অফার নাইট্রোর গ্রাহক বৃদ্ধিতে মনোযোগ দেয়া হচ্ছে। সর্বশেষ উপাত্তে দেখা গেছে, ডিসকর্ডের সাবস্ক্রিপশন গ্রহণ করেছিল ১ কোটি ৮০ লাখ।

সম্প্রতি মাইক্রোসফট ৭৫০ কোটি ডলারে জেনিম্যাক্স মিডিয়া ইনকরপোরেটেড কিনে নেয়। জেনিম্যাক্স দ্য এল্ডার স্ক্রলস অ্যান্ড ডুম পাবলিশার বেথেসডা সফটওয়ার্কসের প্রকাশক। ডিসকর্ড কিনে নিয়ে মাইক্রোসফটের এ প্রয়াস ওয়াশিংটনভিত্তিক সফটওয়্যার কোম্পানি রেডমন্ডকে তাদের ভিডিও গেম খাতে বিনিয়োগকে আরো ত্বরান্বিত করার আশা জোগাবে।

কান্টারম্যান বলেন, আমাদের প্রত্যাশা গেম পাস এবং ড্রাইভ সাবস্ক্রিপশনের প্রক্রিয়া অব্যাহত রাখবে এক্সবক্স।

স্বত্ব বিক্রির ব্যাপারে নিজেদের আগ্রহের কথা জানাতে এরই মধ্যে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করেছে ডিসকর্ড। এক্সবক্সের চিফ ফিল স্পেনসার এ বিষয়ে প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পিচবুকের তথ্যানুযায়ী, গত বছর শেয়ারবাজার থেকে ১০ কোটি ডলার সংগ্রহ করেছিল ৭০০ কোটি ডলার বাজার মূলধনের কোম্পানিটি।

স্বত্ব বিক্রির ব্যাপারে এর আগে এপিক গেমস এবং অ্যামাজনের সঙ্গেও আলোচনায় বসেছিল ডিসকর্ড। তবে এ ব্যাপারে এপিক তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি। অ্যামাজন এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *