বিজ্ঞানবিষয়ক রুশ ওয়েবসাইট নিয়ে লন্ডন পুলিশের সতর্কতা

রাশিয়াভিত্তিক বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট ‘সাই-হাব’-এ প্রবেশের ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করেছে লন্ডন পুলিশ। পুলিশ জানায়, ওয়েবসাইটটি মূলত শিক্ষার্থীদের অবৈধভাবে লাখ লাখ বিজ্ঞান গবেষণাপত্রে প্রবেশ করতে দিয়ে থাকে। খবর বিবিসি।

লন্ডন পুলিশের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ক্রাইম ইউনিট জানায়, ‘সাই-হাব ওয়েবসাইটে প্রবেশের ফলে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের এসব তথ্য তারা সংগ্রহ করে অনলাইনে অপব্যবহার করার ব্যাপারে সতর্ক করেছে লন্ডন পুলিশ।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাই-হাব বলছে, এসব সামগ্রী সবার জন্য উন্মুক্ত হওয়া প্রয়োজন, এতে কোনো কপিরাইট আইন প্রয়োগ উচিত নয়। ফলে তারা শিক্ষার্থীদের সাড়ে আট কোটি গবেষণাপত্রে অবাধ প্রবেশের সুযোগ দেয়। ওয়েবসাইটটি তাদের লাখ লাখ গবেষণাপত্রে অবাধ প্রবেশের জন্য নিজেদের সর্বপ্রথম পাইরেটেড ওয়েবসাইট বলেও স্বীকৃতি দেয়।

লন্ডন পুলিশের সাইবার প্রটেকশন অফিসার ম্যাক্স ব্রুস বলেন, যদিও আপনি পরিচয় গোপন রেখে তাদের ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে ফেক ই-মেইল অথবা ম্যালওয়্যার ব্যবহার করেন, তারা পরবর্তী সময়ে সে তথ্য সংরক্ষণ করে আপনার বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র চুরি করতে ব্যবহার করবে।

পুলিশ পরিদর্শক কেভিন জানান, যেসব ব্যবহারকারী এ ওয়েবসাইটে প্রবেশের পর তাদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত হয়ে গিয়েছে, তাদের তথ্য চুরি হওয়ার বেশ আশঙ্কা রয়েছে।

পুলিশ জানায়, তারা এসব গবেষণাপত্র চুরি করার জন্য প্রথমে ফিশিং ই-মেইল প্রেরণ করে। এসব ই-মেইলের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। তবে এর আগে সাই-হাব বিবিসিকে জানায়, তারা শুধু সেসব গবেষণাপত্রেই প্রবেশের সুযোগ করে দেয়, যেগুলোর সাবস্ক্রিপশন ফি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সম্ভাব্য সাইবার আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। গত অটাম সেশনে সাইবার এজেন্সিগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ব্যাহত করার ব্যাপারে সতর্ক করেছিল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *