ভিডিও কল অভিজ্ঞতা বাড়াতে নতুন ফিচার গুগল মিটের

ভিডিও কলের অভিজ্ঞতা আরো আয়েশসাধ্য ও স্থিতিশীল করতে ফিচারে বেশকিছু পরিবর্তন নিয়ে এসেছে গুগল মিট। হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন না হয়ে গুগল মিট এখন ইন্টারনেট স্পিডের সঙ্গে খাপ খাওয়ার চেষ্টা করবে। এছাড়া ক্রোমওএস আপডেটের ফলে শিক্ষার্থীরা ভিডিও কলে থাকার পাশাপাশি গুগলের অন্যান্য অ্যাপ যেমন গুগল ক্লাসরুম, ডকস, শিটস, স্লাইডস ব্যবহার করতে পারবে। ইন্টারনেট স্পিডের মান যেমনই হউক না কেন গুগল মিট তার সঙ্গে খাপ খাইয়ে নেবে।

সম্প্রতি এক ব্লগপোস্টে গুগল জানায়, গুগল মিট ব্যবহারকারীরা এখন ভিডিও কলে জয়েন করার আগে ভিডিও-অডিও কোয়ালিটি চেক করে নিতে পারবেন। যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে তা দ্রুত সমাধান করা যাবে। গ্রিন রুম নামে গুগল মিটের এই নতুন ফিচার কলের আগে সব সমস্যার সমাধান দিতে সক্ষম। এক্ষেত্রে স্ক্রিনের নিচের দিকে চেক ইউর অডিও অ্যান্ড ভিডিও অপশন পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সেখান থেকেই মাইক্রোফোন, স্পিকার, ক্যামেরাসহ বাকি বিষয়গুলো খতিয়ে দেখে নিতে পারেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *