ভারতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানাল এয়ারটেল

সেলফোন অপারেটর রবি আজিয়াটায় থাকা পুরো অংশীদারিত্ব ছেড়ে দিল জাপানভিত্তিক এনটিটি ডোকোমো, যা কিনেছে ভারতী ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড। এটি ভারতভিত্তিক টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। এর ফলে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর রবি আজিয়াটায় ভারতী এয়ারটেলের অংশীদারিত্ব ৩১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।

রবি আজিয়াটায় এনটিটি ডোকোমোর পুরো ৬ দশমিক ৩ শতাংশ অংশীদারিত্ব ক্রয়ের আর্থিক লেনদেনের অংক প্রকাশ করা হয়নি। তবে নগদ অর্থে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।

ভারতী এয়ারটেল গত মঙ্গলবার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জমা দেয়া এক নথিতে রবি আজিয়াটার অংশীদারিত্ব ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে। একই নথিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুমোদনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। তবে রবি আজিয়াটায় এনটিটি ডোকোমোর পুরো অংশীদারিত্ব ক্রয়ের লেনদেন বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

রবি আজিয়াটা; আজিয়াটা ইনভেস্টমেন্টস (লাবুয়ান) লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। আর আজিয়াটা ইনভেস্টমেন্টস মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের টেলিকম ব্যবসা বিভাগ। প্রতিষ্ঠানটির ৬৮ দশমিক ৭ শতাংশের নিয়ন্ত্রণে রয়েছে আজিয়াটা গ্রুপ।

২০১৬ সালে ভারতী এয়ারটেল ও আজিয়াটা বাংলাদেশে নিজেদের কার্যক্রম একীভূত করার ঘোষণা দিয়েছিল।

ভারতী টেলিকমের একটি সহযোগী প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল, যা সম্প্রতি ২ দশমিক ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করে বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে ৮ হাজার ৪৩৩ কোটি রুপি তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ভারতী এয়ারটেলে বিনিয়োগকারী তালিকায় ব্ল্যাকরক, সেগান্তি ক্যাপিটাল, নর্জেস ব্যাংক এবং কি স্কয়ার ক্যাপিটালের মতো বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে।

ভারতী এয়ারটেল নতুন ৮ হাজার ৪৩৩ কোটি রুপি তহবিল সংগ্রহে সক্ষম হওয়ায় প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ শূন্যের কোঠায় নেমেছে। আর্থিক সচ্ছলতা ও সক্ষমতার কারণে প্রতিষ্ঠানটি এখন সম্ভাবনাময় বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারে কাজ করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে রবি আজিয়াটায় নিজেদের অংশীদারিত্ব বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

গত এপ্রিলের শুরুর দিকে রবি আজিয়াটার শেয়ার বিক্রির মাধ্যমে বাংলাদেশ ছাড়ার পূর্বাভাস দিয়েছিল এনটিটি ডোকোমো। ওই সময়ই রবি আজিয়াটার পুরো অংশীদারিত্ব ভারতী ইন্টারন্যাশনালের কাছে বিক্রির প্রাথমিক আলোচনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এনটিটি ডোকোমোর রবি আজিয়াটার পুরো অংশ ভারতী এয়ারটেল ইন্টারন্যাশনালের কাছে বিক্রি করে বাংলাদেশ ছাড়তে যাওয়ার বিষয়টিতে নীতিগত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আজিয়াটা গ্রুপ বারহাদ রবির ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিকানায় ছিল। ভারতী এয়ারটেলের নিয়ন্ত্রণে ছিল ২৫ শতাংশ ও বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক ছিল এনটিটি ডোকোমো। তবে ডোকোমোর শেয়ার হস্তান্তর হওয়ায় রবি আজিয়াটায় ভারতী এয়ারটেলের অংশীদারিত্ব ৩১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।

২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রবির সম্পদ মূল্য ১৭ হাজার ১৯৭ কোটি টাকায় পৌঁছেছে। গত বছর প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ১৬ কোটি ৯০ লাখ টাকা। গত মার্চে পুঁজিবাজার থেকে প্রায় ৩৮৮ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা দিয়েছিল সেলফোন অপারেটর রবি।

বিটিআরসির তথ্যমতে, গত ফেব্রুয়ারি নাগাদ রবির গ্রাহক ছিল ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজারের বেশি। রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটকসহ চার অপারেটরের বর্তমান গ্রাহক রয়েছে ১৬ কোটি ৬১ লাখ ১৪ হাজারের বেশি।

২০০৮ সালে রবির (তখনকার অ্যাকটেল) ৩০ শতাংশ মালিকানা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এনটিটি ডোকোমো। ২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর ডোকোমোর হিস্যা কমে ৬ দশমিক ৩ শতাংশে দাঁড়ায়।

বাংলাদেশে রবি আজিয়াটা ব্যবসা করছে ১৯৯৭ সাল থেকে। ব্যবসার বেশির ভাগ সময়ই প্রতিষ্ঠানটি লোকসান গুনেছে। তবে এখন কিছুটা লাভে আছে। রবি বাংলাদেশের শেয়ারবাজারেও তালিকাভুক্ত হচ্ছে।

অন্যদিকে এনটিটি ডোকোমো জাপানের সবচেয়ে বড় মোবাইল অপারেটর। নিজেদের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে তাদের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৩০ লাখ। বিশ্বের অত্যন্ত ১৮টি দেশে নিজস্ব কার্যক্রম ও কোম্পানিতে শেয়ারের মাধ্যমে তাদের ব্যবসা রয়েছে। রবির শেয়ার ছেড়ে দেয়ার বিষয়ে তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *