ব্যান্টন ঝড়ের পর ম্যানচেস্টারে বৃষ্টির জয়

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে আধিপত্য ধরে রেখেছে বৃষ্টি। টানা দুই টেস্ট বৃষ্টিতে ড্র হওয়ার পর পণ্ড হয়ে গেছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচও। গতকাল শুক্রবার ম্যানচেস্টারে ম্যাচের এক ইনিংসের পুরোটাও সম্পন্ন হয়নি। টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ১৬.১ ওভারে ১৩১/৬ সংগ্রহের পর বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টির আগে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ ওপেনার টম ব্যান্টন। ৪২ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭১ রান করেন তিনি।
ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল না। ইমাদ ওয়াসিমের করা প্রথম ওভারে তার হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন জনি বেয়ারস্টো (২)।
তবে শাহীন আফ্রিদির বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান ব্যান্টন। সুযোগটা কাজে লাগান তিনি। তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। দলীয় ১০৯ সালে শাদাব খানের বলে আউট হন ব্যান্টন। এর আগে ৭৪ রানে রানআউটে কাটা পড়েন ডেভিড মালান (২৩)।
ব্যান্টনের বিদায়ের পর হঠাৎ ব্যাটিং ধস নামে ইংল্যান্ডের। ১১৮ থেকে ১২৩- এই ৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ইফতিখার আহমেদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক এউইন মরগান (১৪), শাদাবের বলে মঈন আলী (৮) ধরা পড়েন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। আর ইমাদকে উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে লুইস গ্রেগরি (২) হন স্টাম্পিং। বৃষ্টি নামার সময় ক্রিজে ছিলেন স্যাম বিলিংস (২) ও ক্রিস জর্ডান (২)।
আগামীকাল সন্ধ্যায় একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *