‘মেসি চলে গেলে বার্সার নতুন কোচের জন্য মঙ্গল’

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে গেলে দলটির লাভ-ক্ষতি কী হবে এ নিয়ে আলোচনার শেষ নেই। কেউ বলছেন মেসিকে রেখে দেয়াই উচিৎ হবে ক্লাবটির। কেউবা মনে করছেন, মেসিকে না রাখাটাই এখন মঙ্গলজনক বার্সার জন্য। মিসরের সাবেক খেলোয়াড় আহমেদ হোসাম মিডোর ধারণা, মেসি থাকলে অনেক সমস্যায় পড়বেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান।
আয়াক্স আমস্টারডামের সাবেক খেলোয়াড় মিডো বলেন, ‘আমি যাদের অধীনে খেলেছি, নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম সেরা ম্যানেজার কোম্যান। বেশ শক্তিশালী চরিত্রের অধিকারী তিনি। তবে মেসি বার্সেলোনায় থাকলে অনেক সমস্যায় পড়বেন কোম্যান।’
দায়িত্ব নেয়ার পরই মেসির সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছেন ডাচ কোচ কোম্যান। তিনি আর্জেন্টাইন তারকাকে বলেছেন, ‘এখন থেকে আর বাড়তি সুযোগ সুবিধা পাবে না।
তোমাকে শুধু ক্লাবের কথাই ভাবতে হবে।’ তার এ কথা মেসির বার্সেলোনা ছাড়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।
শেষ পর্যন্ত মেসি যদি বার্সেলোনাতে থেকেও যান, কোম্যানের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে টিম প্ল্যানিংয়ে সমস্যা দেখা দেবে । মিডো বলেন, ‘মেসি বার্সেলোনায় থাকলে কোম্যান নিজের মতো করে তার দুনিয়া সাজাতে পারবেন না। তার অধীনে আড়াই বছর খেলার সুবাদে আমি জেনেছি, সাধারণত স্পষ্টভাষী খেলোয়াড়কে দলে চান না কোম্যান।’
মিডো উল্লেখ করেন, জ্লাতান ইব্রাহিমোভিচ আয়াক্সে খেলার সময়ও এমন সমস্যায় পড়েছিলেন কোম্যান। ইব্রাকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *