বেসরকারি খাতের উন্নয়নে আইটিএফসির অংশীদার হলো সিটি ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যবসায় উদ্যোগের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের বাণিজ্য অর্থায়ন সংস্থা আইটিএফসির অংশীদার হলো সিটি ব্যাংক। জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন বা আইটিএফসি মুসলিমপ্রধান দেশগুলোর সংগঠন-ওআইসিভুক্ত দেশগুলোর মাঝে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। বেসরকারি খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল আমদানির বিপরীতে সিটি ব্যাংকের শরিয়াহভিত্তিক সেবার আওতায় ঋণ নিতে পারবেন।

বেসরকারি খাতে ব্যবসায় উন্নয়নে আন্তর্জাতিক সম্পৃক্ততা প্রসঙ্গে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, আইটিএফসির মুরাবাহা অর্থায়ন সুবিধা স্থানীয় গ্রাহকদের আরো ভালো মানের সেবা প্রদানে সক্ষমতা বাড়াবে।

তিনি আরো বলেন, আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেয়া বেসরকারি খাতের উন্নয়নে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। আইটিএফসির সঙ্গে এই অংশীদারিত্ব দেশের প্রসারমাণ অর্থনীতিতে অবদান রাখতে আমাদের সাহায্য করবে।

আইটিএফসির প্রধান নির্বাহী হানি সালেম সনবল বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে প্রসারমাণ বেসরকারি খাত এবং সিটি ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশদারিত্বের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সক্ষমতা বাড়ানোই আইটিএফসির কৌশলের অন্যতম লক্ষ্য।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে ওআইসি সংগঠনভুক্ত দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন এগিয়ে যাবে। ক্ষুদ্র ব্যবসায় উদ্যোগকে সহায়তা করোনা মহামারী আক্রান্ত ওআইসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে বলে ধারণা এ কর্মকর্তার।

ইসলামী উন্নয়ন ব্যাংকের কভিড-১৯ মহামারী-পরবর্তী কৌশলের আওতায় ওআইসিভুক্ত মিসর, কিরগিজিস্তান, মালদ্বীপ ও সেনেগাল দেশগুলোয় চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা এবং কৃষি উন্নয়নে সার প্রদানসহ মানবিক কার্যক্রম পরিচালনা করছে আইটিএফসি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *