বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র জনসন এন্ড জনসনের সিঙ্গেল ডোজ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে

দুদিন আগেই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ বলেছে, জনসন এন্ড জনসনের এই টিকা নিরাপদ। তখনই বোঝা গিয়েছিলো, তৃতীয় টিকা হিসেবে এটি সেদেশে অনুমোদন পেতে যাচ্ছে। বিবিসি

[৩] এফডিএ’র সেন্টার ফর বায়োলজিকস ইভ্যালুয়েশন এন্ড রিসার্চ-এর পরিচালক পিটার মার্কস বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরেকটি অস্ত্র যুক্ত করলাম। সায়েন্স নিউজ

[৪] এর আগে ফাইজার ও মডার্নার করোনা ভ্যাকসিন অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রে। এ দুটির তুলনায় জনসন এন্ড জনসনের টিকা অনেক কম খরচে ব্যবহার করা যাবে। কারণ এটি সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়। গার্ডিয়ান
[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা ≣ [১] ‘প্রবাসবন্ধু কলসেন্টার’ উদ্বোধন ≣ সোলাইমানি হত্যায় জড়িত ইরাকি অনুচরদের খুঁজে বের করবত তেহরানকে আশ্বাস দিল বাগদাদ

[৫] মানব দেহের ওপর জনসনের এই ভ্যাকসিনের পরীক্ষায় দেখা গেছে, এটি সার্বিকভাবে করোনার বিরুদ্ধে ৬৬% কার্যকর। রেডিট

[৬] বেলজিয়ামের কোম্পানিটি জুনের মধ্যে যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাও এই ভ্যাকসিনের জন্য অর্ডার দিয়েছে। ফক্স নিউজ

[৮] কোভেক্সের মাধ্যমে দরিদ্র দেশগুলোর মধ্যে বিতরণের জন্য ৫০ কোটি ডোজ টিকার অর্ডারও পেয়েছে জনসন এন্ড জনসন।
এক্সক্লুসিভ রি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *