জবি আবৃত্তি সংসদের উদ্যোগে ‘চেতনায় একুশ’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার রাতে অনলাইন মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।

[৩] সংগঠনটির অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আনন্যামা নাসুহা নুহিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সায়মুন পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।

[৪] অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
[১] কোভিড পরীক্ষা ধীরগতিতে করতে চেয়েছিলাম, ট্রাম্পের স্বীকারোক্তি ≣ মুন্নি সাহার মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন! : চোখের জলে বুক ভাসে, আহা স্পর্শ! আহা মা.. জয়তু শেখ হাসিনা ≣ [১] বোরকা নিষিদ্ধ ফ্রান্সে এখন মুখ না ঢাকলে জরিমানা

[৫] প্রসঙ্গত, এবছর কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনলাইন মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

[৬] এ বিষয়ে জবিআসের সাধারণ সম্পাদক নোমান হাসান বলেন, আমরা মূলত ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্বশরীরে করতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারনে ক্যাম্পাস বন্ধ থাকার ফলে অনলাইনে করেছি। আমরা প্রত্যাশা করছি, বিশ্ববিদ্যালয় খুলে দিলে আমরা আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে স্বশরীরে ক্যাম্পাসে করতে পারবো’।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *