বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাজাসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলাল ইজ্জতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইয়ুব আলী নামে এক গাঁজাসেবীকে ৩শ গ্রাম গাঁজা ও সেবনের সরজ্জামসহ হাতে-নাতে করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃত মাদকসেবী, উপজেলার ইজ্জতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আইয়ুব আলী (৬৫) ।

সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
[১] বরিশালকে ৮ উইকেটে হারালো ঢাকা মেট্রো, ম্যাচসেরা শহিদুল ইসলাম ≣ [১] পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে প্রনোদনা ঋণ চেয়ে ৩ সংগঠনের যৌথ চিঠি ≣ বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি গ্রেপ্তারকৃত আলেম-ওলামা ও ধর্মীয় নেতাদের মুক্তি দিতে হবে: মির্জা ফখরুল

আদালত সূত্রে জানা যায়, বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ইজ্জতপুর গ্রামের একটা মুদির দোকানের সামনে থেকে আটক করা হয়।

পরে, ঘটনাস্থলেই উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার আটককৃত আসামিকে গাঁজাসেবন ও বহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সংশোধনী আইন অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উক্ত, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিছিল ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ।
এ ব্যাপারে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলাবাসীকে নিরাপদ ও সুন্দর সুশৃঙ্খল আগামী প্রজন্মের জন্য সকল ধরনের সরকার পক্ষ থেকে করা হবে বলে জানিয়েছেন। এ ধরণের অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *