বসুন্ধরার পরিচালক সাব্বির হত্যা মামলায় খালাসের রায় বাতিলের রুল শুনানি হয়নি ৫ বছরেও

] নিম্ন আদালতের খালাসের রায় কেনও বাতিল হবে না, তা জানতে চেয়ে ২০১৬ সালের ১০ এপ্রিল রুল জারি করেছিলেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ থাকলেও কেটে গেছে ৫ বছর।

[৩] এ বিষয়ে জানতে চাইলে ওই আদালতের তৎকালিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, এখনো কোনও জবাব দেওয়া হয়নি। মহামারির পর পরিবেশ স্বাভাবিক হলে অ্যাটর্নি জেনারেল কাউকে রুল শুনানির জন্য দায়িত্ব দিতে পারেন।

[৪] তিনি আরও বলেন, হাইকোর্ট চাইলে নিম্ন আদালতের ওই রায় বহাল রাখতে পারেন, পরিবর্তন করতে পারেন, এমনকি পুনরায় বিচারের জন্যও পাঠাতে পারেন।
[১] আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ≣ লাউয়ের খোসার মজাদার চাটনি ≣ নরসিংদীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

[৫] ২০০৬ সালের ৪ জুলাই রাতে গুলশানের খুন হন বসুন্ধরা টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির সাব্বির। ওই ঘটনার পর তার ভগ্নিপতি এএফএম আসিফ গুলশান থানায় হত্যা মামলা করেন।

[৬] ২০০৮ সালের ১২ মে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফিয়াত হোসেন সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ১৫ ডিসেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সব আসামিকে খালাস দেন। এর পর নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।

[৭] এদিকে সাব্বির খুনের ঘটনা ধামাচাপা দিতে ঘুষ নেয়ার একটি মামলাও চলছে বিচারিক আদালতে। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদক ওই মামলা করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *