বাজেট নিয়ে সরকারের প্রতি আ স ম আব্দুর রবের ১০ প্রস্তাব

বাশার নূরু:[২] ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বুধবার দুপুরে এক ভিডিও বার্তায় এ প্রস্তাবনা তুলে ধরেন।

১, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও শিক্ষা খাতে বাজেট প্রণয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে।

২. জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন করে সক্ষমতা বৃদ্ধি ও ওষুধের মূল্য নিয়ন্ত্রনসহ করোনা মোকাবেলায় প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করতে হবে।

৩.মেগা প্রজেক্ট সমূহের অপচয় বন্ধ করতে হবে। রেন্টাল পাওয়ারের ভর্তুকি বন্ধ করতে হবে।

৪. ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রণোদনা নিশ্চিত করতে হবে।

৫. কৃষি যান্ত্রিকীকরণ সহ কৃষি উন্নয়নের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৬. কর্মহীন মানুষদের কর্মসংস্থানের জন্য দ্রুত ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করতে হবে, এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে রাখতে হবে।

৭. গার্মেন্টস সহ সকল শিল্প কলকারখানায় শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও জীবন সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৮. অবকাঠামো নির্ভর বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংকুচিত করতে হবে।

৯. সামাজিক সুরক্ষার আওতা আরো স¤প্রসারণ করতে হবে। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

১০. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *