ফিশিং আক্রমণের আশঙ্কায় ভারত

ভারত সরকার বড় ধরনের একটি ‘ফিশিং’ আক্রমণের আশঙ্কা করছে। যে কারণে তথ্যপ্রযুক্তি ব্যবহারে জনগণকে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। কভিড-১৯ বিষয়ে অফিশিয়াল তথ্যের অনুকরণ করে গ্রাহকদের বোকা বানিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। খবর এনডিটিভি।

বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের ছদ্মবেশে ই-মেইলে গ্রাহককে বিভিন্ন লিঙ্ক বা তথ্যের মাধ্যমে বোকা বানিয়ে তথ্য হাতিয়ে নেয়ার মতো সাইবার হামলাগুলোকে ফিশিং আক্রমণ বলা হয়।

গতকাল টুইট বার্তায় ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন থেকেই এ ধরনের হামলা করতে পারে। সন্দেহজনক ই-মেইল অ্যাড্রেসটি হতে পারে ncov2019@gov.in|

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *