প্রিমিয়ার লিগে আর কোনো করোনা রোগী ‘নেই’ ক্রীড়া ডেস্ক

মার্চের মাঝামাঝি সময় থেকে নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়ে ফুটবল দুনিয়া। যার ছোঁয়া লেগেছিল ইংলিশ প্রিমিয়ার লিগেও। শুরুটা হয়েছিল আর্সেনাল কোচ মিকেল আরতেতাকে দিয়ে। এরপর খেলোয়াড় এবং কোচসহ সংশ্লিষ্ট অনেকেই কভিড-১৯ টেস্টে ‘পজিটিভ’ প্রমাণিত হন। দীর্ঘ মেয়াদে বন্ধ হয়ে যায় লিগের খেলাও। 

তবে এবার দারুণ এক সুখবর পেল ফুটবল দুনিয়ার জনপ্রিয় এই লিগটি। সর্বশেষ লিগের পক্ষ থেকে ১ হাজার ১৯৫ জনের কভিড-১৯ টেস্ট করা হয়। যেখানে আর কারো ফল ‘পজিটিভ’ আসেনি।

এ নিয়ে ছয় রাউন্ড করোনা স্ক্রিনিং করা হয়েছে খেলোয়াড় এবং স্টাফদের। তবে পঞ্চম রাউন্ডে এক জন করোনা পজেটিভ হয়েছিলেন। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৬ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষার করা হয়েছে। যেখানে সবিমিলিয়ে ১৩টি ‘পজিটিভ’ আসে।

এদিকে ১৩ মার্চ থেকে বন্ধ হয়ে যাওয়া লিগের খেলা ফের শুরু হচ্ছে ১৭ জুন। অ্যাস্টন ভিলা এবং শেফিল্ড ইউনাইটেডের ম্যাচটি দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সব মিলিয়ে এ মৌসুমে এখনো ৯২টি খেলা বাকি আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *