পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর কভিড-১৯-এ আক্রান্ত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বান্দরবানে নিজ বাসভবনে রয়েছেন তিনি। আজ তাঁকে ঢাকায় নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

কক্সাবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা করে শনিবার মন্ত্রীর নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। আজ হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় আনার কথা রয়েছে।

কভিড-১৯-এ আক্রান্ত মন্ত্রীসভার প্রথম সদস্য তিনি। এরই  মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্যের সংক্রমণ শনাক্ত হয়েছে। 

বীর বাহাদুর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত নির্বাচিত হন।  তিনি ছয় বার বান্দরবান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন বীর বাহাদুর। জাতীয় সংসদে হুইপের দায়িত্ব ছাড়াও তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান  বীর বাহাদুর উশৈসিং। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় তাকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *