পারিশ্রমিক নিয়ে রেকর্ড ভাঙেন পংকজ ত্রিপাঠি

বলিউডে এ সময়ে অভিনয় দক্ষতার জন্য যে কজন প্রশংসিত, তাদের মধ্যে পংকজ ত্রিপাঠি অন্যতম। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়ার চ্যাট শো নো ফিল্টার নেহায়। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় তার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া চরিত্রটির সম্পর্কে।

প্রশ্নটি কৌশলী ছিল, পংকজও যেন তৈরি ছিলেন। তিনি বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। এখন আমি যে কাজটি করছি এবং আমার শেষ ছবি থেকে আমি যথেষ্ট পারিশ্রমিক পেয়েছি। আমার প্রতিটি নতুন ছবিতেই সর্বশেষটির চেয়ে পারিশ্রমিক বেড়ে যায়। পারিশ্রমিকের বিবেচনায় আমি প্রতিবারই আমার নতুন ছবিতে নিজের রেকর্ড গড়ি।’

পংকজ ত্রিপাঠিকে সামনে দেখা যাবে নেটফ্লিক্সের ডার্ক কমেডি ছবি লুডোতে। সম্প্রতি তিনি অ্যামাজনের মির্জাপুরের দ্বিতীয় সিজনে কালিন ভাইয়া চরিত্রটির জন্য প্রশংসিত হয়েছেন। সালমান খান ও করণ জোহরের পরিচালনায় প্রযোজনায় কাগজ নামে একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পংকজ, ছবিটির মুক্তি করোনা মহামারীর কারণে পিছিয়ে গিয়েছে। এছাড়া স্পোর্টস ড্রামা এইটি থ্রিও মুক্তির অপেক্ষায়।

এইটি থ্রি এ বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে এ ছবি। এতে সেই দলের অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। ভারতীয় দলের সেই বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে পংকজ ত্রিপাঠি বলেন, ‘আমার বয়স তখন আট বা নয়। আমি বিশ্বকাপ জয়ের খবরটা পড়েছিলাম পত্রিকায়। সিনেমার গল্পটা খুবই অনুপ্রেরণাদায়ী এবং এ ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত।’

নেহা ধুপিয়ার সঙ্গে পংকজের আলাপ বেশ জমে উঠেছিল। কথায় কথায় তিনি তার গ্রামে অভিনয় জীবনের শুরুর দিকে এক্সপেরিমেন্টের কথা জানান। তিনি জানান, স্কুলে পড়ার সময় তিনি মেয়েদের চরিত্রে অভিনয় করতেন, এমনকি অনেক আইটেম গানেও নেচেছেন। শুনিয়েছেন এক মজার স্মৃতি। গ্রামের এক বৃদ্ধ পংকজের অভিনয় দেখে বলেছিলেন, ‘এই ছেলে যদি মুম্বাই যায়, তাহলে সে বলিউডের অনেক বড় নায়িকাদের সঙ্গে টক্কর দিতে পারবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *