পাপুলের রায়ের কপি পেতে কুয়েত আদালতে সিআইডির আবেদন

নতুন ১৮টি ব্যাংক হিসাবে আরও ৫৮ কোটি টাকার খোঁজ মিলেছে, সন্দেহের তালিকায় স্ত্রীসহ আরও চারজন।

[৩] মানবপাচারের ৩৮ কোটি ২২ লাখ টাকা আয় ও লেনেদেনের অভিযোগে ২২ ডিসেম্বর মামলা করে আসামি করা হয় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার মেয়ে-শ্যালিকাসহ ৮ জনকে। তার ৫২৬টি ব্যাংক হিসাবের ৪৭৩টিই ছিলো এফডিয়ার হিসাব। সেগুলো আগেই বন্ধ হয়ে গেছে। জব্দ হয়েছে ৫৩টি সচল অ্যাকাউন্ট, যেখানে লেনদেন হয়েছিল ২০০ কোটি টাকা।

[৪] সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান জানান, এমপি পাপুল ও তার পরিবারের নতুন ১৮ ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকসহ ১৮টি সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে। তদন্তের মাঝখানেই কুয়েতের আদালতে চার বছরের কারাদণ্ড হয় পাপুলের। সে কারণে তাকে জিজ্ঞাসাবাদ অসম্ভব হয়ে পড়ে। কুয়েতের আদালতের রায়ের কপি পেলে তদন্তে সহায়ক ভুমিকা পালন করবে। হাতে পেলে ১২০ কার্যদিবসেই দেশে চলমান মামলার অভিযোগপত্র দেয়া যাবে।
[১] কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের ২০ হাজার টাকা জরিমানা ≣ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হচ্ছে বাংলাদেশ ≣ [১] প্রায় অর্ধশতক পর লাগেজ ভ্যান কিনছে বাংলাদেশ রেল

[৫] মামলার ৬ আসামির মধ্যে শুধু গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। পাপুলের মেয়ে আছেন জামিনে। বাকিরা পলাতক বিদেশে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *