দেশে ১২ দেশের ১৬ হাজার নাগরিক অবৈধভাবে বসবাস করছে

পুলিশ সদর দপ্তর সুত্র জানায়, অবৈধবাসে বসবাসকারীর মধ্যে ভারতীয় ১১,৭৫০ আর যুক্তরাষ্ট্রের ৫৮৮ জন। চীনের ৫৮৭ নাগরিক, দক্ষিন কোরিয়ার ৩৯২ জন নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন। এছাড়া, যুক্তরাজ্য বা ইংল্যান্ডের ২৬৬ জন অবৈধভাবে বসবাস করছেন।

[৩] উত্তর কোরিয়ার ১৯৮ জন নাগরিক ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করছে। আবার নেপালের ১৯৫ জন, কানাডার ১৬৪ জন, শ্রীলংকার ১২৫জন, অস্ট্রেলিয়ার ১১৫জন, ফিলিপাইনের ১১২জন ও রাশিয়ার ১০৬ জনসহ মোট ১৬ হাজার ৬৭জন নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন।

[৪] গোয়েন্দা সূত্র বলছে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশীর সংখ্যা এরচেয়ে অনেক বেশী। এসব বিদেশীরা করোনার মধ্যে নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপরাধের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এসব বিদেশী অপরাধীচক্র দেশীয় লোকজনের সহায়তায় হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
[১] দেশের প্রথম ৬০ শয্যার ফিল্ড হাসপাতালের যাত্রা শুরু চট্টগ্রামে ≣ [১] রাজধানীতে জুয়া খেলার টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যা ≣ [১] করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই জাম্বিয়ায় লিগ শুরু

[৫] তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু রাজধানীতেই সহস্রাধিক অবৈধভাবে অবস্থানকারী বিদেশী নাগরিক প্রতারণা, ক্রেডিটকার্ড জালিয়াতি, জঙ্গী তৎপরতা, আদম পাচার, জাল ডলার ব্যবসা, মাদক পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। এসব বিদেশী অপরাধীরা ইন্টারনেটে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ই-মেইল, হোয়াটএ্যাপ, ম্যাসেঞ্জারসহ নানা ধরণের পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পেতে থাকে। আর তাদের সহযোগিতা করছেন বাংলাদেশেরই কতিপয় প্রতারক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *