নয়া রূপে তমা

চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’র ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি। এরপর থেকেই অনলাইন মাধ্যমগুলোতে এ ফিল্ম নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ট্রেলারে অন্য এক তমাকে আবিষ্কার করেছেন দর্শকরা। তাই নায়িকার নয়া রূপের প্রশংসা করছেন অনেকে। রায়হান রাফি পরিচালিত এই ছবিটি আই থিয়েটারে মুক্তি পাচ্ছে আগামী মাসের ১০ তারিখ। তার আগে ওয়েব ফিল্মটিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল সেটি মানবজমিনকে জানালেন তমা। তিনি বলেন, এখনকার সময়ে যারা কাজ করছেন তাদের মধ্যে রায়হান রাফি অন্যতম সেরা নির্মাতা। সে ভিন্নধর্মী কাজ করে।
তার সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় দারুণ। পাঁচটা গল্প আছে ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’য়। একটা অংশে আমি কাজ করেছি। আমার মনে হয় না এই ধরনের গল্প আগে দর্শকরা দেখেছে। আমিও এমন চরিত্র প্রথম করলাম। অনেক কষ্ট করে কাজটা করা হয়েছে। ঈদের আগের দিন অবধি শুটিং করেছি। চারদিন টানা কাজ হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পুরো টিম নিয়ে কষ্ট করে কাজ করেছি আমরা। এরআগে কখনো টানা রাতে এত সময় কাজ করিনি। এখানে আপনার চরিত্রটি কেমন? জানতে চাইলে তমা বলেন, গল্প বা চরিত্রটা নিয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ টুইস্টটা রাখতে চাই। ট্রেলারেও কিন্তু তাই ওইভাবে গল্পটা দেখানো হয়নি। তবে আমি অনেক বেশি আশাবাদী ছবিটি নিয়ে। এদিকে, করোনার কারণে সতর্কতাও মানার চেষ্টা করছেন তমা। বর্তমানে বাসাতেই থাকছেন। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আবার কাজ শুরু করার কথা জানালেন তিনি। তমা বলেন, এখন বাসাতেই আছি। কাজ শুরু করবো জুলাইয়ে। ‘আনন্দী’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করেছি, সেটার ডাবিং করবো প্রথম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *