জনপ্রিয়তা এবং কোয়ালিটি কখনো এক হতে পারে না -তানিয়া আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে আজকাল তারকাদের নিয়ে কটুক্তির ঘটনা ঘটছে নিয়মিত। একদিকে তারকাদের ফলো করবে অন্যদিকে তাদের নিয়ে আপত্তিকর কথা বলবে। এটা সত্যি দুঃখজনক বিষয়। কারো অধিকার নেই অন্যকে বিচার করার। কাউকে ভালো না লাগলে ফলো করবেন না- ভক্তদের উদ্দেশ্যে এভাবে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। এই অভিনেত্রী বর্তমান সময়ের নাটকের হালচাল নিয়েও কথা বলেন। এই সময়ে যাদের নাটকের ভিউ বেশি সেসব শিল্পীদের নিয়ে বেশি কাজ হচ্ছে বলে অনেকে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? তানিয়া বলেন, জনপ্রিয়তা এবং কোয়ালিটি কখনো এক হতে পারে না।
এই সময়ের অনেক শিল্পীর ফলোয়ার বেশি। একইসঙ্গে তাদের নাটকে ভিউ হচ্ছে। কিন্তু তাদের কোয়ালিটি কাজের সংখ্যা কম। আমি অনেক নাটক দেখি। ১৫টি নাটক দেখলে ১০টি নাটক একইরকম মনে হয়। একটি নাটক থেকে অন্য নাটকটিকে আলাদা করতে পারি না। তবে এটি সত্যি, এই সময়ে বেশ কজন শিল্পী ভালো অভিনয় জানেন। তাদের উচিত মানসম্পন্ন কাজের দিকে মনোযোগী হওয়া। ইউটিউবে ভিউ গণনার এই প্রভাব থেকে বের হবার পথ কী আছে? উত্তরে তানিয়া বলেন, এখন অনেকে নির্মাতা হয়ে ওঠার আগেই অন্যের ওপর ভর করে কাজ শুরু করেন। যার কারণে এই নির্মাতারা ভিউওয়ালা শিল্পীর বাইরে কাজ করতে সাহস পাচ্ছে না। আমি এমনও জানি অনেক নির্মাতা স্ক্রীপ্ট দেন না। স্পটে শিল্পীরা নিজ থেকে সংলাপ দেয়। শিল্পীরা নিজেরাই সংলাপ তৈরী করলে পরিচালকের দরকার কী? নির্মাতাদের নিজের ওপর বিশ্বাসী হতে হবে। তবেই ভিউর প্রভাব কমে আসবে। নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে নানান অভিযোগ শোনা যায়। যেটি সিনিয়র শিল্পীদের সময়ে ছিল না বলেও অনেকে বলে থাকেন। আপনি কি মনে করেন? তিনি বলেন, আমি যতটুকু জানি এই সময়ের অনেক শিল্পী নির্মাতাদের ফোনই রিসিভ করে না ঠিক মতো। যদি তোমার কথা বলতে এত কষ্ট হয় তাহলে ম্যানেজার নিয়োগ করো, যে সুন্দরভাবে কথা বলতে পারে। সত্যি বলতে কাজকে যারা ভালোবাসে, লম্বা সময় টিকে থাকতে চায় তারা কখনো এমনটা করে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *