শুটিং বন্ধ, বিপন্ন সিরিয়াল শিল্প

মোদক বাড়িতে মিঠাই এর ভাগ্যে কি ঘটছে, অপরাজিতা অপু কি বিডিও হওয়ার সাধনা চালিয়ে যেতে পারবে? কিংবা কড়ি খেলায় সিঙ্গেল মা পরীর ভাগ্যে কি ঘটলো অথবা মোহরের শঙ্খ কি করবে, তা জানার জন্য দর্শকদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কোভিডের অভিঘাতে পশ্চিমবঙ্গে লকডাউন চলছে। যাবতীয় শুটিং বন্ধ। স্টুডিওতে ঝাঁপ। বাধ্য হয়ে জি বাংলা ও স্টার জলসা তাদের সিরিয়ালগুলো আপাতত বন্ধ রেখেছে। ফলে, নতুন পর্বের শুটিং হচ্ছে না। বাধ্য হয়ে টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ পুরনো পর্ব চালিয়ে শূন্যস্থান পূরণ করছে। এই জনপ্রিয় চার সিরিয়ালের নির্মাতা প্রোডাকশন সংস্থাগুলোও নিরুপায়।
‘মিঠাই’ শুরু হয়েছে চলতি বছরের ৪ঠা জানুয়ারি। ‘কড়ি খেলা’ শুরু হয়েছে এই বছরের ৮ই মার্চ। শুরুতেই হোঁচট খেলেও এই সিরিয়ালগুলোর শুটিং আবার কবে শুরু হবে সেই সম্পর্কে নিশ্চিত নন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, যতদিন না লকডাউন উঠবে ততদিন শুটিং শুরুর অনুমতি পাওয়া সম্ভব নয়। স্বরূপ বাবুর বক্তব্য, অন্য সব শিল্পের মতোই বাংলার সিরিয়াল শিল্পও বিপন্ন। দর্শকদের আরো কিছুদিন অপেক্ষা করতেই হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *