নেপালে শিরোপার জন্যই খেলবেন মাসুকরা

২০১৯ সালে তাজিকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার। তারপর থেকে ছিলেন জাতীয় দলের বাইরে। দেড় বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি।
নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টের বাংলাদেশ দলে জনিকে রেখেছেন কোচ জেমি ডে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল দলের প্রথম অনুশীলন। প্রথম দিনের অনুশীলন শেষে মাসুক মিয়া জনি বলেন, ‘দলে নতুন বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা লীগে ভালো পারফর্ম করে জায়গা করে নিয়েছেন। তাদের সঙ্গে পুরনোদের বোঝাপড়ার কোনো সমস্যা হবে না।’
জনি বলেন, ‘১৯ মাস পর জাতীয় দলে ফিরেছি। যারা ডাক পেয়েছেন সবাই তো পরিচিত।
লীগে তাদের সঙ্গে ও বিপক্ষে খেলেছি। এখন তাদের দেখে ভালো লাগছে। নেপাল ও আমাদের আবহাওয়া প্রায় একইরকম। তারপরও আমরা ম্যাচের ৫ দিন আগে যাচ্ছি। এই কয়দিনে আমরা খাপ খাইয়ে নিতে পারবো।’ নেপালে কী লক্ষ্য নিয়ে যাচ্ছেন? মাসুক মিয়া জনি বলেন, ‘খেলায় জয়-পরাজয় থাকবেই। আমরা চাইবো ভালো পারফরম্যান্স করতে। এটা আসলে প্রস্তুতিমূলক ম্যাচ হয়ে যাবে। কারণ, জুনে আমাদের বিশ্বকাপ বাছাই ম্যাচ। নেপালে আমরা ভালো পারফরম্যান্স করে ফাইনালে উঠতে এবং চ্যাম্পিয়ন হতে চেষ্টা করবো।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *