হ্যাটট্রিকে পেলের রেকর্ড ভেঙে রোনালদো দিলেন সমালোচনার জবাব

চ্যাম্পিয়নস লীগ থেকে জুভেন্টাস বিদায় নিয়েছে রোনালদোর এক ভুলেই। পর্তুগিজ সুপারস্টারকে জুভেন্টাস দলে ভিড়িয়েছিল ইউরোপ সেরার ট্রফিটা জয়ের জন্য। রোনালদো আসার পর চ্যাম্পিয়নস লীগে জুভেন্টাসের পারফরমেন্সের গ্রাফটা যেনো আরো নেমেছে। সব মিলিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন রোনালদো। জবাবটা দিয়েছেন হ্যাটট্রিকে। শনিবার রাতে ইতালিয়ান সিরি আ’য় রোনালদোর হ্যাটট্রিকে ৩-১ গোলে ক্যালিয়ারিকে হারিয়েছে জুভেন্টাস। ৩ গোলে রোনালদো ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৭৬৭ গোলের রেকর্ডকে।

ক্যালিয়ারির মাঠে ‘পারফেক্ট’ হ্যাটট্রিক করেছেন রোনলদো। দশম মিনিটে হেডে করেন প্রথম গোল।
২৫তম মিনিটে পেনাল্টি থেকে ডান পায়ে গোল করেন। ৩২ মিনিটে বাঁ পায়ের শটে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এস্পানিওলের বিপক্ষে ২০ মিনিটে করেছিলেন ৩ গোল।

দারুণ জয়ের পরও পয়েন্ট তালিকার তিনে রয়েছে জুভেন্টাস। ২৬ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সগ্রংহ ৫৫ পয়েন্ট। ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান ও ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এসি মিলান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *