নির্বাচনের আগে হুমকি বিবেচনায় বিষ প্রয়োগ করা হয়েছে: নাভালনি

ক্রেমলিনের সমালোচক আলেক্সেই নাভালনি বলেছেন, তিনি বিশ্বাস করেন আগামী বছর সংসদ নির্বাচনের আগে তাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়ান কর্তৃপক্ষ। এ কারণেই তাকে নোভিচক নার্ভ এজেন্ট দিয়ে বিষ প্রয়োগ করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। বার্লিনের হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর এই প্রথম এক ইউটিউব সাক্ষাত্কারে এ দাবি করেন নাভালনি। খবর রয়টার্স।

গত ২০ আগস্ট সাইবেরিয়ায় এক ফ্লাইটে নার্ভ এজেন্ট প্রয়োগের ফলে কোমায় চলে যান নাভালনি। এরপর সেপ্টেম্বরের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনি কোমা থেকে ফিরে আসেন। জার্মান চিকিৎসকরা জানান, তার শরীরে নভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। এরপর নাভালনির এ অসুস্থতার বিষয়ে ক্রেমলিনের কাছে ব্যাখ্যা দাবি করেছিল জার্মানি ও ফ্রান্সসহ অন্য পশ্চিমা দেশগুলো। তবে ক্রেমলিন বরাবরই এ বিষ প্রয়োগের সঙ্গে পুতিন কিংবা রাশিয়ার কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

নাভালনি বলেন, তিনি জানেন না যে কীভাবে তার শরীরে ওই নার্ভ এজেন্ট প্রবেশ করেছে। তবে তিনি স্পর্শ করেছেন এমন কিছুর মাধ্যমে এজেন্টটি প্রবেশ করে থাকতে পারে। তার পুরোপুরি সুস্থ হতে আরো দুই মাসের মতো সময় লাগতে পারে। সাক্ষাত্কারের ভিডিওতে এক সময় তার হাত কাঁপছিল। তিনি জানান, বর্তমানে তাকে ফিজিক্যাল থেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আশার কথা এরই মধ্যে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এমনকি তার দ্রুত সুস্থ হওয়ার বিষয়ে চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *