নিজেকে মেরিল স্ট্রিপের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা

টুইটারে নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন কঙ্গনা। গতকাল টুইটারে নিজের আসন্ন দুটি চলচ্চিত্র থেকে চারটি ছবি শেয়ার করেন তিনি। এগুলো ছিল থালাইভি ও ধাকড় ছবির। দুটো ছবিতে একেবারে ভিন্ন দুই চরিত্রে দেখা যাবে তাকে। ছবিগুলো পোস্ট করে সবার কাছে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। নিজের অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন তিনি।

শেয়ার করা ছবিগুলোতে স্পষ্টই বোঝা যায় থালাইভি ছবির জন্য তাকে নিজের ওজন বাড়াতে হয়েছিল। এ ছবিতে তামিলনাড়ুর প্রয়াত কিংবদন্তি নেত্রী ও মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিতে দেখা যাবে কঙ্গনাকে। বলাই বাহুল্য, এখানে সবকিছু তাকে বাস্তবের জয়ললিতাকে অনুকরণ করে করতে হয়েছে। অন্যদিকে এ ছবির কাজ শেষ করেই তিনি যুক্ত হন ধাকড় ছবিতে। এতে তাকে দেখা যাচ্ছে অ্যাকশনধর্মী চরিত্র এজেন্ট অগ্নির ভূমিকায়। নিজের সম্পর্কে বলতে গিয়ে কঙ্গনা লিখেছেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি যে ভিন্ন চরিত্রে কাজ করেছি তেমনটা পুরো দুনিয়ায় এখন আর কোনো অভিনেত্রীর করার ক্ষমতা নেই। একটি চরিত্রের বিভিন্ন স্তর ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমার প্রতিভা মেরিল স্ট্রিপের মতো; আবার গাল গাদোতের মতো অ্যাকশন ও গ্ল্যামার চরিত্রেও আমি স্বচ্ছন্দ।’

কঙ্গনা রানাওয়াত এটাও বলেছেন, তার কথাগুলো কারো কাছে ‘ঔদ্ধত্য’ মনে হলে তিনি তা পরিত্যাগ করতে রাজি আছেন, যদি তার চেয়ে ভালো অভিনেত্রীর নাম কেউ বলতে পারেন। ‘আমি বিতর্কের জন্য প্রস্তুত, যদি আমার মতো কাজের বৈচিত্র্য ও দক্ষতাসম্পন্ন কোনো অভিনেত্রীর নাম কেউ নিতে পারেন। তার আগ পর্যন্ত আমি থালাইভি ও ধাকড় নিয়ে গর্বিত থাকতে পারি।’

কঙ্গনার এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই টুইটারে তর্ক-বিতর্ক জমে উঠেছে। কেউ তাকে নিন্দা করছেন নিজের ঢোল নিজে পেটানোয়। বলিউড তারকাদের মধ্যে টুইটারে কঙ্গনাকে নিয়ে প্রায় প্রতিদিনই নতুন কোনো বিতর্ক তৈরি হয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভারতের কৃষক আন্দোলন নিয়েও নানা মন্তব্য করে আলোচিত-বিতর্কিত হয়েছেন কঙ্গনা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *