দুটি আন্তর্জাতিক পুরস্কার পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

টেকসই এবং গ্রিন ব্যাংকিং কার্যক্রমের সর্বোত্তম অনুশীলনের জন্য গ্লোবাল গুড গভর্ন্যান্স (থ্রিজি) আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে দুটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে। এর একটি হলো থ্রিজি এক্সিলেন্স ইন সাসটেইনেবল প্র্যাকটিসেস অ্যাওয়ার্ড-২০২০ এবং অন্যটি থ্রিজি গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের স্বনামধন্য ইসলামিক ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান ক্যামব্রিজ আইএফএ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে ওই পুরস্কার প্রদান করে। গত এপ্রিলে ইন্দোনেশিয়ার বালি শহরে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় ধার্য থাকলেও বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ৮ জুন অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দুটি দেয়া হয়। বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রচারিত এ লাইভ অনুষ্ঠানটি বিশ্বব্যাপী এক মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেন।

ব্যক্তি, সরকার, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওগুলোর মধ্যে যারা সুশাসন ও টেকসই উন্নয়নকে তাদের স্বীয় কর্মক্ষেত্রে কৌশলগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে ক্যামব্রিজ আইএফএ। এ বছর বিশ্বের ২৮টির অধিক দেশ থেকে ৭৬টির বেশি প্রতিষ্ঠান এ পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *