তিন চলচ্চিত্রে শাহেদ

গেল ২০শে আগস্ট আমেরিকা থেকে দেশে ফেরেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরিফ খান। দেশে ফিরেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। ২৪শে আগস্ট নির্মাতা মোর্শেদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেন বলে জানান তিনি। এদিকে, এই অভিনেতার হাতে আছে এখন তিনটি চলচ্চিত্র। এর মধ্যে ওয়াজেদ আলীর পরিচালনায় ‘অন্তরাত্মা’- সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবির মধ্যদিয়ে দুই বছর পর চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অন্য দুটি ছবির একটি হলো- রিয়াজুল রিজুর ‘ব্ল্যাক লাইট’। এরই মধ্যে এই ছবির প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি।
এছাড়া জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে এই অভিনেতা একটি সিনেমায় কাজ করছেন বলে জানান। এটি পরিচালনা করছেন বুলবুল। দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও শাহেদ সিনেমায় অভিনয় করেন। সেখানে ‘সেনাপতি’ শিরোনামের একটি সিনেমা তার মুক্তির পথে। চলচ্চিত্রগুলো প্রসঙ্গে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা’- ছবিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রের একটিতে আমাকে দেখা যাবে। কিন্তু চরিত্রটি কেমন সেটি নিয়ে কিছু এখন বলতে চাই না। অন্য দুটি ছবির গল্পও দারুণ। বিভিন্ন কারণে বাকি দুটি ছবির কাজ একটু ধীরগতিতে হচ্ছে। তবে ছবি দুটিতেও আমার চরিত্রে নতুনত্ব আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *