খুলছে নিয়োগ পরীক্ষার জট

সাদাত হোসেন। রংপুরের কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। কিন্তু শিক্ষাজীবন শেষ করার পর পড়েছেন ভয়াবহ হতাশায়। নেই কোনো চাকরির নিয়োগ পরীক্ষা। টিউশনি নেই। নেই বিকল্প কোনো আয়ের পথ। করোনার থাবায় দিশাহারা, বেকার জীবন। সাদাত বলেন, শিক্ষাজীবন শেষ করার পর বেকার থাকাটা যে কী কষ্টের ও অপমানের তা বলে বোঝানো যাবে না।

টিউশনি করাতাম, সেটাও আর নেই। সরকারি চাকরিকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি নিয়েছি। কিন্তু ছিল না কোনো পরীক্ষা। যাক এখন কিছুটা স্বস্তি মিলছে, শুক্রবার মাউশিতে পরীক্ষা দিলাম। সামনে আরও পরীক্ষা আছে কয়েকটা। সাদাতের মতো লাখো লাখো চাকরিপ্রত্যাশীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। নির্ধারণ করা হচ্ছে বিভিন্ন পরীক্ষার তারিখ। সোনার হরিণ সমতুল্য সরকারি চাকরিপ্রত্যাশীদের সামনে রয়েছে একাধিক পরীক্ষা। ৮৬৮ পদে নিয়োগ দেবে আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ১৫ই সেপ্টম্বর পর্যন্ত আবেদন করা যাবে এই সমন্বিত পরীক্ষায়। ৪৩তম বিসিএস প্রিলির তারিখ জানিয়ে শ্রুতি লেখক চেয়েছে পিএসসি। পরীক্ষার তারিখ ২৯শে অক্টোবর। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২রা সেপ্টেম্বর। এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন পদের নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০শে আগস্ট। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ও হবে ২৭শে আগস্ট ও ৩রা সেপ্টেম্বরে। পরিকল্পনা বিভাগের ৫০টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের শেষ সময় দেয়া হয়েছে ১৮ই সেপ্টেম্বর। কৃষি বিপণন অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ও ৯ই সেপ্টেম্বর। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে ১০ ও ১১ই সেপ্টেম্বর। জীবন বীমা করপোরেশনের ৫৪০ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ ও ৪ঠা সেপ্টেম্বর। ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় রোববার। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ঠা সেপ্টেম্বর। গেল শুক্রবার হয়ে গেল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের চাকরি পরীক্ষা। এ ছাড়াও চাকরির বাজার খুলতে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ দেয়া হবে ৬০ জনকে। আবেদন করা যাবে ১লা সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা শিশু হাসপাতালের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও) বাংলাদেশে জনবল নিয়োগ দেবে। কক্সবাজারে চলমান প্রকল্পে জনবল নেবে প্রতিষ্ঠানটি। বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শূন্য পদে লোক নেবে। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। আগ্রহীরা আগামী ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে প্রত্যাশীরা পাচ্ছেন চাকরি পরীক্ষা দেয়ার সুযোগ। চাকরিপ্রত্যাশীদের ক্ষতি পোষাতে বয়সে ছাড় দিয়েছে সরকার। করোনায় ক্ষতি পোষাতে ২১ মাস ছাড় দেয়া হয়েছে চাকরি প্রত্যাশীদের। এতে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত, জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব প্রতিষ্ঠানকে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫শে মার্চ ২০২০ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ সিদ্ধান্তের ফলে ২০২০ সালের ২৫শে মার্চের পর থেকে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর ছাড়িয়ে গেছে, তারা চাকরির আবেদন করতে পারবেন। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সুযোগ পাচ্ছেন প্রত্যাশীরা। গাজীপুরের নেটএক্স টেক্সটাইলে প্রধান ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন আরিফুল হক। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে এই লকডাউন ছাড়ার পরই নেয়া হলো ১৮ জন লোক। এ ছাড়া সামনের দুই মাসে আরও অর্ধশতাধিক লোক নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এতদিন নিয়োগ বন্ধ থাকার কারণ হিসেবে বলেন, লকডাউনের সময় পরীক্ষার্থীদের ভাইভার জন্য ডাকা এবং পরীক্ষার্থীদের জন্যও আসাটা কষ্টসাধ্য ছিল। এ ছাড়াও আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজও মূল্যায়ন করে থাকি। তাই এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রয়োজনীয় লোকবল নেয়া হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *