ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেউ ভালো চোখে দেখে না -বাপ্পি চৌধুরী

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সবশেষ শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ সিনেমায় দেখা গেছে তাকে। করোনার এই কঠিন সময়েও করেছেন কয়েকটি সিনেমার কাজ। লকডাউন তো তুলে দেয়া হয়েছে। আপনার সহকর্মীকরা কাজ শুরু করে দিয়েছেন। আপনার পরিকল্পনা কী? বাপ্পি বলেন, আমিও কাজে ফিরবো খুব শিগগিরই। কাজী হায়াত স্যারের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলা’ দিয়ে।

কাজী হায়াতের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এটা তো আপনার জন্য দারুণ ব্যাপার? বাপ্পি বলেন, হ্যাঁ। ওনার (কাজী হায়াত) মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করাটা যে কোনো নায়কের জন্যই সৌভাগ্যের। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর ওনার সঙ্গে কথা হয়েছে। তার প্রতিটি কথা শিক্ষণীয়। সবমিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হবে বলে মনে হচ্ছে। এই সিনেমার জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হচ্ছে? এ নায়ক বলেন, চরিত্রের প্রয়োজনে ওজন কমাতে হচ্ছে। যার জন্য নিয়মিত জিম করছি। খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আপনার অভিনীত হাতে থাকা সিনেমাগুলোর কী অবস্থা? বাপ্পি বলেন, বেলাল সানির পরিচালনায় ‘ডেঞ্জারজোন’ সিনেমার ডাবিং বাকি ছিল, সেটি শেষ করেছি গত মাসে। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামে একটি সিনেমা মুক্তির অপক্ষোয় আছে। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা ২০৪০’ সিনেমার শুটিং শুরু হবে যে কোনো সময়। আর ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড ১৯’-এর শুটিংও শুরুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া অপূর্ব রানার ‘যন্ত্রণা’, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’ সিনেমাগুলোর কাজ চলতি বছরেই শেষ হওয়ার সম্ভাবনা আছে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বিতর্ক থামছে না। এই মূহুর্তেও কিছু বিতর্ক চলমান। সার্বিক বিষয় নিয়ে আপনার মতামত কী? এ নায়ক বলেন, এটা সত্যি যে, আমাদের ইন্ডাস্ট্রিতে বিতর্কিত কাজ বেশি হচ্ছে। এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে কাজের কদর নেই। যারা কাজকে ভালোবাসে তাদেরকে ইন্ডাস্ট্রি চায় না। আমি আসলে হতাশ। কিছু স্বার্থপর লোক আছেন যারা শুধু স্বার্থের জন্য কাজ করছে। কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থের জন্য কেউ কাজ করছে না। এমন একটা অবস্থা হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেউ ভালো চোখে দেখে না। এসব প্রচন্ড মানসিক পীড়া দেয়। সারাদিন আমাকে নিয়ে ট্রল করা হয়। কারণ আমি সিনেমার হিরো। মাঝে মাঝে মনে হয় এই ইন্ডাস্ট্রিতে আসা কি ভুল সিদ্ধান্ত ছিল কিনা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *