ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ‘প্লেগিয়ারিজম: ইথিক্যাল আসপেক্টস অ্যান্ড রেমিডি ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এসএম জাবেদ আহমদ আলোচনায় অংশ নেন। এ সময় সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এটিএম সামছুজ্জোহা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *