‘টিম বাংলাদেশ’র নৈপুণ্যে খুশি মুমিনুল

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরমেটেই টানা হারছিল বাংলাদেশ। কখনো ব্যাটিং ভালো হলেও বোলিং খারাপ হচ্ছিল। আবার ফিল্ডিং হচ্ছিল যাচ্ছেতাই। এমনকি দলের ঘুরে ফিরে গুটি কয়েকজনই পারফরম্যান্স করছিলেন। টাইগারদের তিন ফরমেটের অধিনায়কের অভিযোগ তারা ‘টিম বাংলাদেশ’কে মাঠে খুঁজে পাচ্ছেন না। তবে শ্রীলঙ্কায় ক্যান্ডি টেস্টে দলের সবার পারফরম্যান্সে দারুণ খুশি অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের কথা যদি বলেন আমাদের টোন সেট করে দিয়েছে তামিম ভাই। উনার ৯০ রানের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
আর শান্ত আউটস্ট্যান্ডিং ব্যাট করেছে। আমি সবচেয়ে বেশি খুশি যে দল হিসেবে সবাই ভালো করেছে, দলীয় পারফরম্যান্স ছিল। লিটন, মুশফিক ভাই সবাই। বোলিংয়ে তাসকিন আউটস্ট্যান্ডিং চেষ্টা চালিয়েছে। ও অনেক চেষ্টা করেছে।’
অন্যদিকে ক্যান্ডির এমন মরা উইকেট নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। টেস্টের আদর্শ উইকেট নয় এমনটাই বলছেন ক্রিকেট বোদ্ধারা। তবে এমন উইকেট নিয়ে অভিযোগ করেননি মুমিনুল। তিনি বলেছেন উইকেট ভালো লেগেছে তার। মুমিনুল বলেন, ‘ভালো উইকেট ছিল। বোলারদের জন্য তেমন কিছু ছিল না। আমার মনে হয় এটা মেনে নেয়াই ভালো। ড্র হওয়াটাই ভালো হয়েছে।’ দেশের বাইরে টানা ৯ ম্যাচে হেরেছে বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দল ড্র করেই সেই হারের যাত্রা থামিয়েছে। দলের এমন পারফরম্যান্স নিয়ে মুমিনুল বলেন, ‘আমরা গত হোম সিরিজ-অ্যাওয়ে সিরিজে ওইরকম রেজাল্ট করতে পারিনি। একটা হোম সিরিজ হারার পর বিদেশে টেস্ট ড্র করতে পারা আমার কাছে মনে হয় ভালো একটা দিক। সেকেন্ড টেস্টে অবশ্যই সবার ভেতরে আত্মবিশ্বাস দেবে। সবাই দলগতভাবে খেলেছে। বাংলাদেশ যখনই দলগতভাবে খেলতে পারে তখনই ভালো অবস্থায় থাকে। উন্নতির তো শেষ নেই। আমার কাছে মনে হয় তিনটা বিভাগেই উন্নতির জায়গা আছে। নির্দিষ্ট করে বললে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। স্পিনাররাও ভালো করেছে। হয়তো পেস বোলিং আরও উন্নতি করতে হবে নতুন বলে। আমার কাছে মনে হয় ব্যাটিং আমাদের মূল শক্তি। কাজেই ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *