জামাল খাশোগজির হত্যাকারী স্পেশাল ইউনিট পুনর্গঠনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ভিন্নমত দমনের পথ থেকে সৌদি আরবকে সরে আসতে হবে। ইয়ন

[৩] ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, আন্তর্জাতিক রীতিনীতি মেনে সৌদি রয়েল গার্ডের ওই ইউনিটের সংস্কার করা হবে বলে আমরা আশা করছি। আনাদুলু

[৪] যুক্তরাষ্ট্র দু দিন আগেই বলেছে, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর যারা নিপীড়ন চালাবে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ। তাদের ভিসা দেয়া হবে না। এরই মধ্যে সৌদি আরবের সাবেক কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে ঐ ঘোষণা অনুযায়ী কালো তালিকাভুক্ত করেছে বাইডেন প্রশাসন। বিবিসি
[১] মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের চোখে সর্ষে ফুল দেখার দশা : রিজভী ≣ ড. মোহাম্মদ আখেরুজ্জামান : আমাদের সমাজের অপরাধ ও অপরাধী ≣ [১] পদ্মাসেতুর ২৭তম স্প্যান বসেছে, দৃশ্যমান ৪ হাজার ৫০ মিটার

[৫] ভিসা নিষেধাজ্ঞার নাম দেওয়া হয়েছে,‘খাশোগজি ব্যান’। মূলত তুরস্কে ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগজি নিহত হওয়ার প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। গার্ডিয়ান

[৬] তবে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে নিষেধাজ্ঞার আওতায় না আনায় মার্কিন সরকারের সমালোচনা করছে বিভিন্ন মহল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *