চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন লেভানডফস্কি

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেলো বায়ার্ন মিউনিখ। ডান হাঁটুতে গুরুতর চোটের কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন রবার্ট লেভানডফস্কি। ৮ই এপ্রিল পিএসজির বিপক্ষে শেষ আটের গুরুত্বপূর্ণ প্রথম লেগে পলিশ ফরোয়ার্ডকে পাচ্ছে না হ্যান্সি ফ্লিকের দল।
মঙ্গলবার বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে লেভানডফস্কির চোটের কথা জানায়। তারা বলে, ‘রবার্ট তার ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছে। তাকে আগামী চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’
গত রোববার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় পোল্যান্ড। জোড়া গোল করে দলকে এগিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে লেভানডফস্কিকে খুড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়।
পরদিন দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে লেভানডফস্কিকে। তবে স্ক্যানের পর মঙ্গলবার বায়ার্ন জানায়, সেরে উঠতে আরও বেশি সময় লাগবে চলতি মৌসুমে সব মিলিয়ে ৪২ গোল করা এই স্ট্রাইকারকে।
আগামী শনিবার বুন্দেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের মাঠে খেলতে যাবে বায়ার্ন।
চ্যাম্পিয়নস লীগের শেষ আটে গতবারের রানার্সআপ পিএসজির বিপক্ষে শিরোপাধারীদের ম্যাচ দুটি ৮ ও ১৩ই এপ্রিল।
আগামী ১৭ই এপ্রিল ভলফসবুর্ক এবং এর তিন দিন পর বায়ার লেভারকুসেনের বিপক্ষেও মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতাকে পাবে না বায়ার্ন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *