চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসির উত্তরপত্র মূল্যায়নে ৫২ হাজার আবেদন

অনুজ দেব, চট্টগ্রাম: [২] গত বছরের তুলনায় এবার আবেদন ৭ হাজার ৯৪৯টি বেড়েছে। গতবছর জমা পড়েছিল ৪৪ হাজার ২৯৭টি। আর আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৬৭ জন। গতবছর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে ১৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী। এবার আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ৫৫০ জন।

[৩] চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ আমাদেরসময়ডটকমকে জানান, পাসের হার ও জিপিএ ৫ দুটোই বেড়েছে এবার। স্বাভাবিকভাবেই ধারণা ছিল, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন কম হবে। কিন্তু এবার পুনঃনিরীক্ষণের আবেদন সবচেয়ে বেশি জমা পড়েছে। আর সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে।

[৪] শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবার ইংরেজির দুই বিষয়ে জমা পড়েছে মোট ৬ হাজার ৭৩৯টি। এরপর গণিতে ৪ হাজার ৭২৮টি এবং রসায়নে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৩৩০টি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *