গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবে ‘নোনা জলের কাব্য’

লন্ডন, বুসান, টরিনো, সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবের পর এবার গুটেনবার্গ চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে অংশ নিতে চলেছে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। নির্মাতা টকিজকে এ তথ্য জানিয়েছেন। স্ক্যান্ডিনেভিয়ার বৃহত্তম এ চলচ্চিত্র উৎসবের ‘ইঙ্গমার বার্গম্যান অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে ছবিটি মনোনয়ন পেয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া থেকে উৎসবে অংশ নেয়া একমাত্র ছবি এটি।

হলিউড রিপোর্টারের তথ্যানুযায়ী, ৪৪তম গুটেনবার্গ চলচ্চিত্র উৎসব ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। করোনাভাইরাস মহামারীর কারণে উৎসবটি এবার অনলাইনে অনুষ্ঠিত হবে।

‘নোনা জলের কাব্য’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিলেও দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি। দেশে ছবিটি মুক্তির বিষয়ে নির্মাতা শাহরিয়ার সুমিত টকিজকে জানান, দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে কথা চলছে। আগামী ঈদুল ফিতরের পর ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ রকম হলে মার্চে ছবির প্রচারণার কাজ শুরু হবে।

গুটেনবার্গ চলচ্চিত্রে অংশ নেয়ার পাশাপাশি সুমিতের এ ছবি সদ্য শেষ হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড জিতেছে।

জেলেপাড়ার জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনোভা তামান্না, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *