যুক্তরাজ্যে অ্যাপল-গুগলের বিরুদ্ধে এপিক গেমসের মামলা

অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা গেম ফোর্টনাইট ব্যাটল রয়েল। কম্পিটিশন আইন ভেঙে যুক্তরাজ্যে অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে ফোর্টনাইট ব্যাটল রয়েল গেম সরানোর অভিযোগে অ্যাপল ও গুগলের বিরুদ্ধে মামলা ঠুকেছে গেমটির নির্মাতা এপিক গেমস। খবর বিবিসি।

অন্যদিকে অ্যাপল ও গুগলের দাবি, পেমেন্ট সিস্টেম বাইপাস করে উভয় প্রতিষ্ঠানের অ্যাপ স্টোরের শর্ত ভঙ্গ করেছে এপিক গেমস। যে কারণে অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে গেমটি সরানো হয়েছে।

অ্যাপল ও গুগল তাদের অ্যাপ স্টোর থেকে বিক্রি হওয়া গেমের মূল্যের ৩০ শতাংশ কমিশন নিয়ে থাকে। কিন্তু এ ৩০ শতাংশ কমিশন এড়ানোর জন্য ফোর্টনাইট অ্যাপ সরাসরি পেমেন্ট ফিচার চালু করেছিল। যেটাকে অ্যাপল ও গুগল তাদের নীতি ভঙ্গ করা হয়েছে বলে দাবি জানিয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *