গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)থেকে মোঃ আঃ রাজ্জাক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) কাজী লুতফুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ছেনে। বষিয়টি নশ্চিতি করছেনে সুন্দরগঞ্জ উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডা. মো. আশরাফুজ্জামান সরকার।

গত ২৫ ফব্রেুয়ারি সুন্দরগঞ্জে ইউএনও হসিবেে যোগদান করনে কাজী লুতফুল হাসান। যোগদানরে পর থকেে করোনাভাইরাস মোকাবলিায় তনিি অত্যন্ত আন্তরকিতার সাথে দায়ত্বি পালন করছেনে। এমনকি ঈদ-উল-ফতিররে ছুটরি দনিওে জলাবদ্ধতার কারণে কয়কেশ একর জমরি ধান নষ্ট হওয়ার হাত থকেে রক্ষা করতে ইউএনও কাজী লুতফুল হাসান ছুটে গছেনে কৃষকরে জমতি।ে

সুন্দরগঞ্জ উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডা. মো. আশরাফুজ্জামান সরকার বলনে, গত শনবিার জ্বর অনুভুত হলে উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) কাজী লুতফুল হাসান আমাকে জানালে তাকে আইসোলশেনে থাকার পরার্মশ দইি। তারপর থকেে তনিি আর র্কাযালয়ে যানন।ি পরে সোমবার তার নমুনা সংগ্রহ করে রংপুর পসিআির ল্যাবে পাঠানো হয়। সইে নমুনা পরীক্ষার ফলাফল বুধবার রাত সাতটার দকিে পাই। তবে এখন আর ইউএনও কাজী লুতফুল হাসানরে জ্বর নইে। নইে করোনার অন্য কোন উপর্সগও। তনিি এখন সুস্থ্য আছনে বলওে জানান ডা. মো. আশরাফুজ্জামান সরকার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *